Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। রোববার, ২ জুলাই, ২০১৭: কুইন্স ইয়ং লিডার নামের ওয়েবসাইট থেকে দুই বাংলাদেশির সম্মাননা পাওয়ার কথা জানা গেছে। ওই ওয়েবসাইটে বলা হয়েছে, বাণিজ্যিক ও ঘরোয়া পরিবেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় অবদান রেখে এ বছরের কুইন্স ইয়ং লিডার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি সাজিদ ইকবাল ও রাহাত হোসেন।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কমনওয়েলথের দেশগুলোর তরুণদের জন্য তিন বছর আগে এ পুরস্কার চালু করে ব্রিটেন সরকার। বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে এই দুজনসহ কমনওয়েলথভুক্ত ৩৬টি দেশের অর্ধশতাধিক বিজয়ীর হাতে রানি এলিজাবেথ এই পুরস্কার তুলে দেন। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা তাদের নেতৃত্ব বিকাশে বিটেন সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।

প্রিন্স হ্যারি, স্যার মো ফারাহ, লিয়াম পেইন, ডেম তান্নি গ্রে-থম্পসন, অনিতা রানি, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের চেয়ারম্যান জন মেজর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পরে লন্ডনের অস্ট্রেলিয়া হাউজে পুরস্কার বিজয়ী ও অতিথিরা মিলে ২০১৮ সালের কুইনস ইয়ং লিডার কর্মসূচির কার্যক্রম শুরু করেন।