Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখােলা বাজার২৪।। রোববার, ২ জুলাই, ২০১৭: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগে অথবা পরে সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এর আগে গত ১৬ মে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। ওই মাসেই আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়া যান তিনি।

অস্ট্রিয়ার পর সৌদি আরব ও সুইডেন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।