খােলা বাজার২৪।। সোমবার, ৩ জুলাই, ২০১৭: রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী কমপ্লেক্সের বিপরীতে পাশাপাশি দুটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, উত্তরা ৪ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে সি-শেল রোস্তারাঁ ভবন এবং তার পাশের ভবনে ভোর ৫টার দিকে আগুন লাগে।
সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি জানিয়ে মিজানুর রহমান বলেন, তাদের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল মেরাজ জানান, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না তাও নিশ্চিতভাবে জানা যায়নি।