খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭: ম্যাচ জিতেও উইম্বলডনের সংবাদ সম্মেলন কক্ষে কান্নায় ভেঙে পড়েছেন ভেনাস উইলিয়ামস।সোমবার উইম্বলডনে মার্টেন্সকে ৭-৬ (৯/৭), ৬-৪ হারিয়ে পরের পর্বে ওঠেন ভেনাস। পরে সংবাদ সম্মেলনে তাকে আলোচিত গাড়ি দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
গত মাসে ভেনাসের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। তার গাড়ির ধাক্কায় গুরুতর আহত জেরম বারসন নামের ওই ব্যাক্তি বেশ কয়েক সপ্তাহ হাসপাতালের বিছানায় লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।এতে খুনের অভিযোগে জড়ায় ভেনাসের নাম।যদিও তার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।
প্রথমে এই নিয়ে কিছু বলতে চাননি ভেনাস।কিন্তু বারবার প্রশ্নে ভেঙে পড়েন সংবাদ কর্মীদের সামনেই।
তিনি বলেন, ওই ঘটনার ব্যাখ্যা করার মতো কোন শব্দ নেই আমার। আমি বিধ্বস্ত।আদতে সংবাদ সম্মেলন শেষ হওয়ার অনেক পর পর্যন্ত বিধ্বস্তই দেখাচ্ছিল ভেনাসকে।
যুক্তরাষ্ট্রে তার বাড়ির সামনেই ঘটেছিল এই ঘটনা। টেনিসে ফিরে সব ভুলতে চেয়েছিলেন। কিন্তু জয়ে শুরুর দিনে বার বার ঘুরে ফিরে এল সেই ঘটনার প্রসঙ্গ।