খােলা বাজার২৪।। বুধবার, ৫ জুলাই, ২০১৭:সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
তথ্য বিবরণীতে আরো বলা হয়, বিদ্যুৎ বিভাগ ওই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে এবং সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়।
সম্প্রতি কোনো কোনো দপ্তরে ওই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। এ কারণে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।