খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে আবার এক তরুণীকে বাসায় নিয়ে রাতভর ধর্ষণের পর বের দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বনানীর এক ব্যবসায়ীর বাসায় তাঁর ছেলে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটায় বলে ‘ধর্ষণের শিকার’ তরুণী মামলায় উল্লেখ করেছেন।
বুধবার রাতে এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী আহমদ।
তিনি জানান, ‘ভুক্তভোগী’ এখন পুলিশের তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে আছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।
এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। এ ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তুলে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফকে গ্রেপ্তার করে। তাঁরা এখনও কারাগারে আছেন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর অভিজাত এলাকায় আরো একটি ধর্ষণের অভিযোগ পেল পুলিশ।
মামলার বরাত দিয়ে বনানী থানার এসআই আলী আহমেদ জানান, গত মঙ্গলবার রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর ২ নম্বর রোডের এক বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে।
পুলিশ আরো জানায়, তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন।