খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: খুলনা টাইটানসের কোচ জয়াবর্ধনের হাতে দলের জার্সি তুলে দিয়ে টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, অচিরেই টাইটানস ক্রিকেট একাডেমি গড়া হবে। আর এই একাডেমির কার্যক্রম শুধু খুলনায় থাকবে না, ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে।
বুধবার টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনের পরিচিতি অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন কাজী ইনাম আহমেদ। এসময় তিনি বলেছেন, ‘বিপিএলের গত আসরে আমরা খুলনা ও যশোরে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছিলাম। এবারও তেমন অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে আমরা শুধু বিপিএলে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের বেশ কিছু ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। আমরা টাইটানস নামে খুলনায় একটি ক্রিকেট একাডেমি গড়ার চিন্তা-ভাবনা করছি। এর কার্যক্রম শুধু খুলনায় নয়, পুরো বাংলাদেশে থাকবে।’
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিয়াদ। তার অধিনায়কত্ব অসাধারণ। সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে লড়াই করার দুর্দান্ত ক্ষমতা আছে তার। সে সত্যিকারের টিম পারসন।’
বিপিএলের নিয়ম অনুযায়ী, আগের আসরের চারজন স্থানীয় খেলোয়াড় রেখে দেওয়ার সুযোগ পায় একটি দল। টাইটানস মাহমুদউল্লাহকে রেখে দিলেও বাকি তিন জনের নাম ঘোষণা করেনি এখনও।
এ প্রসঙ্গে কাজী ইনাম আহমেদের মন্তব্য, ‘বিসিবির অনুমতি নিয়ে আমরা মাহমুদউল্লাহকে রেখে দিয়েছি। গত বছর যারা খেলেছিল তাদের পারফরম্যান্স, কারও ইনজুরি আছে কিনা যাচাই-বাছাই করছি। আশা করি গতবার যারা ভালো পারফরমার ছিল, তারা আমাদের সঙ্গে এবারও থাকতে রাজি হবে।’