Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: কবি, কলামিস্ট, প্রবন্ধকার এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের গুম হওয়া নাটকের ডাইরেক্টর, প্রডিউসার ও প্রোডাকশন ম্যানেজার সব কিছুই সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর বাড্ডায় থানা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই যে নাটক, এই নাটকের ডাইরেক্টর, প্রডিউসার, প্রোডাকশন ম্যানেজার সব কিছুই হচ্ছে সরকার। অন্য কেউ নয়। কিন্তু এই কথা বললে সরকারের মন্ত্রীরা খুব রাগ করেন, উষ্মা প্রকাশ করেন।

রিজভী বলেন, ফরহাদ মজহারকে গুম করার আগের দিন তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেছিলেন। ঐ সংবাদ সম্মেলনে ভারতের গরুর মাংসের জন্য মুসলিম নিধনের প্রতিবাদ করেছিলেন মাহমুদুর রহমান।

সেই সংবাদ সম্মেলনে তার পাশে বসেছিলেন কবি ও কলামিস্ট ফরহাদ মজহার। এই অপরাধেই তাকে গুম করা হয় বলে দাবি করেন রিজভী।

জনদৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফরহাদ মজহারকে গুম করা হয় উল্লেখ করে রিজভী বলেন, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভারতেই এই অন্যায় আচরণের একটি সেন্টিমেন্ট এখানে হতে পারে। সেই সেন্টিমেন্ট যাতে না হয়। সেটাকে অন্যদিকে ধাবিত করার জন্যই ফরহাদ মজহারকে গুম করা হয়।

অপহরণ ও গুমের ঘটনা সবই সরকারের বৈশিষ্ট্যে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতা এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন পারভেজ, বিএনপির জনপ্রতিনিধি চৌধুরী আলম, তাদেরকে গুম করেছেন। গুম খুনের সংস্কৃতি আপনাদের। গোটা জাতি বিশ্বাস করে ফরহাদ মজহারকে আপনারাই গুম করেছেন।