Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭:57দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। লর্ডসে নেটে প্রস্তুতির সময় শচীন পুত্র অর্জুন টেন্ডুলকরের বলে চোট পান এই ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান।
অর্জুন এই মুহূর্তে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের সঙ্গী। সেখানেই স্টোকস, ব্রডদের সঙ্গে সময় কাটাচ্ছেন জুনিয়র টেন্ডুলকর। ব্রিটিশ ক্রিকেটারদের থেকে তালিম নেওয়ার ফাঁকেই বল হাতে নেট প্র্যাকটিসও সেড়ে নিচ্ছেন বাঁ-হাতি অর্জুন৷
তবে বছর ১৭ বছরের এই তরুণ বোলারের একটা ইয়র্কারে এমনভাবে ঘায়েল হতে হবে সেকথা স্বপ্নেও ভাবেননি বেয়ারস্টো। ব্রিটিশ উইকেটকিপার ব্যাটসম্যানের বাঁ-পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। তবে চোট গুরুতর না থাকায় লর্ডস টেস্টে দলের হয়ে নামছেন ডান হাতি ব্যাটসম্যান৷
শচীন পুত্র অর্জুনের ইয়র্কারে ঘায়েল বেয়ারস্টো অনলাইন ডেস্ক শচীন পুত্র অর্জুনের ইয়র্কারে ঘায়েল বেয়ারস্টো ফাইল ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। লর্ডসে নেটে প্রস্তুতির সময় শচীন পুত্র অর্জুন টেন্ডুলকরের বলে চোট পান এই ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান। অর্জুন এই মুহূর্তে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের সঙ্গী। সেখানেই স্টোকস, ব্রডদের সঙ্গে সময় কাটাচ্ছেন জুনিয়র টেন্ডুলকর। ব্রিটিশ ক্রিকেটারদের থেকে তালিম নেওয়ার ফাঁকেই বল হাতে নেট প্র্যাকটিসও সেড়ে নিচ্ছেন বাঁ-হাতি অর্জুন৷ তবে বছর ১৭ বছরের এই তরুণ বোলারের একটা ইয়র্কারে এমনভাবে ঘায়েল হতে হবে সেকথা স্বপ্নেও ভাবেননি বেয়ারস্টো। ব্রিটিশ উইকেটকিপার ব্যাটসম্যানের বাঁ-পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। তবে চোট গুরুতর না থাকায় লর্ডস টেস্টে দলের হয়ে নামছেন ডান হাতি ব্যাটসম্যান৷-ক্রিকইনফো