Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: 61দিনাজপুরের পার্বতীপুরে মানসিকভাবে অসুস্থ্য এক যুবককে চিকিৎসার পরও সুস্থ্য না হওয়ায় দীর্ঘ প্রায় এক যুগ ধরে বাড়ীর বাইরে গাছের সাথে শিকলে বেধে রেখেছে তার পরিবার। খোলা আকাশের নীচে ঝড় বৃষ্টি, প্রচন্ড শীত ও স্যাঁত স্যাঁতে কাদা-মাটিকে সঙ্গী করে কাটছে অবোধ পশুর মত তার মানবেতর জীবন।

বাবা-মা-ভাই বোনের যৌথ পরিবারের অনেক সদস্য থাকা সত্বেও কেউ তার চিকিৎসা অব্যাহত রাখতে আগ্রহী না হওয়ায় এখন কেবল মৃত্যুই যেন তার একমাত্র গন্তব্য। এ ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর পূর্ব ম্যাড়েয়া গ্রামে।

আজ বৃহস্পতিবার দুপুরে পূর্ব ম্যাড়েয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ীর পাশে বাশঝাড়ে স্যাঁত স্যাঁতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিবস্ত্র অবস্থায় দু’চোখ বন্ধ করে মাটিতে পড়ে রয়েছে আজাদ আলী (৩৫)। তার এক পা কাঠাঁল গাছের গোড়ায় শিকলে বাধা। সেখানেই চলে তার আহার ও নিদ্রা। এমনকি সেখানেই সারে প্রাকৃতিক কাজ। বাবা ও ভাইয়েরা তার কাছে প্রতিদিন খাবার পৌচ্ছে দেয়। মলমূত্রের মাঝেই কাটছে তার অনিশ্চিত জীবন।

এ গ্রামের ধনাঢ্য কৃষক আফতাব উদ্দিন প্রামানিক (৭৫) ও মা রওশন আরা (৬৭)’র ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে ৬ষ্ঠ সন্তান আজাদ আলী। সুস্থ্য, স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠেন তিনি। ২৩ বছর বয়সে তার বিয়েও হয়। বিয়ের কিছুদিনের মধ্যে স্ত্রী তাকে তালাক দিয়ে বাবার বাড়ীতে ফিরে যাওয়ার কিছুদিন পরেই তিনি মানুষিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন।

আজাদ আলীর বাবা আফতাব উদ্দীন প্রামানিক ও ভাই আব্বাস আলী বলেন, দীর্ঘ প্রায় এক যুগ থেকে সে অসুস্থ্য। তাকে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একাধিবার তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া রংপুরের মনো-রোগ বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের কাছেও দীর্ঘদিন চিকিৎসা করা হয়। কিন্তু কোন সুফল না পাওয়ায় তার সুস্থ্য হওয়ার আশা ছেড়ে দিয়েছি।

তার বড় ভাই দাবী করেন, নিজের ভাইকে কখনো শিকল দিয়ে বেধে রাখতে চাইনি। কিন্তু ছাড়া পেলে সে মানুষের উপর চড়াও হয়, কামড় দিয়ে জখম করে। কাপড় পরিয়ে দিলেও সে টেনে-হিছড়ে ছিড়ে ফেলে। সেজন্য বাধ্য হয়ে তাকে বেধে রাখা হয়েছে। একবার মা তাকে খাওয়াতে গেলে সে মাকে এমন ভাবে আছাড় দেয়! তখন থেকে মা কথা বলতে পারেন না। তিনি এখন অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন।

তবে নাম প্রকাশে কয়েকজন গ্রামবাসী বলছেন ভিন্ন কথা- সুষ্ঠু চিকিৎসার অভাবে দীর্ঘদিন যাবৎ আজাদ আলীর এ অবস্থা। তাকে উন্নত ও সঠিক চিকিৎসা প্রদান করা হলে এবং তার প্রতি যতœবান হলে সে সুস্থ্য হয়ে উঠবে বলে তারা দাবী করেন।

এব্যপারে চন্ডিপুর ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, তাকে ভাল করার জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোন ফল হয়নি।