খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রথম বৈঠক।
জার্মানির হামবুর্গে জি ২০ সম্মেলনে গতকাল শুক্রবার এই দুই নেতা প্রথমবারের মতো বৈঠক করেন।
ট্রাম্পের সফরসঙ্গী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন,‘২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের জনগণ যে উদ্বিগ্ন, তা জানিয়েই বৈঠক শুরু করেন ট্রাম্প। পুতিন এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানান, রাশিয়া যে হ্যাকিংয়ে জড়িত নয়, সে বিষয়ে পুতিনের বক্তব্যে আশ্বস্ত হয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, রাশিয়ার সরকার যে হস্তক্ষেপ (নির্বাচনে) করেনি তিনি সে বিষয়ে আজ পরিষ্কার বিবৃতি শুনতে পেলেন।
টিলারসন জানান, দুই দেশ এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে কি না, সে বিষয়টি পরিষ্কার নয়। আমার মনে হয় কী করে সব দ্বন্দ্ব ভুলে সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করা যায় প্রেসিডেন্ট সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন।’
জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো গতকাল শুক্রবার ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ হয়। তাঁদের মধ্যে প্রায় সোয়া দুই ঘণ্টা আলোচনা হয়। এ বৈঠকে তাঁরা মূলত সিরিয়া যুদ্ধ, সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলেন।
টিলারসন বলেন, ‘তাদের পরস্পরিক বোঝাপড়া বেশ ভালো ছিল। বৈঠকে তাঁদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এ আলোচনা ছিল খুবই আন্তরিক।’