খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: আওয়ামী লীগ সরকার মিথ্যাবাদি, তারা মুখে যা বলে কাজে তা করেনা, এমন মন্তব্য করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মিথ্যাচার করছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনোস্কোর যে আপত্তি ছিলো তা তুলে নিয়েছে, এমন কথা সরকার বিভিন্ন ভাবে প্রচার করছে। কারণ যে কোম্পানিকে দিয়ে একাজ করানো হচ্ছে তাদের কাছে মোটা অংকের ঘুষ নেয়া হয়েছে। তারা দেশ, জনগণ ও পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্প হাতে নিয়েছে।
তিনি আজ শনিবার দুপুরে (দেড়টায়) ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নে সদর উপজেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
তিনি অরো বলেন, এসরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যতগুলো হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে, তা অন্য কোন সরকারের সময় হয়নি। আগামী জাতীয় নির্বাচকে সামনে রেখে সময় মতো আন্দোলনের ডাক দেয়া হবে। এজন্য বিএনপি নেতা কর্মীদের সজাগ থাকতে বলেন মির্জা ফখরুল।
এসময় জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।