Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

nawgaখােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭:  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে নওগাঁর মহাদেবপুরে আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূ গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমেনা উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলিপুর গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আমেনা বেগম তার বাবার বাড়িতেই থাকত। শুক্রবার বিকেলে আমেনা বেগম তার বড় ভাই জাহের আলী ও ছোট বোন দেলোয়ারার সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। রাতে ভাই-বোনের উপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে জামাই ও মেয়ে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তে জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।