খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: রাজধানীর রূপনগরের বাসা থেকে বাড্ডা থানার এসআই আব্দুস সাত্তার (৩২) ও তার স্ত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রূপনগর থানার ওসি শহিদ আলম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, ‘রূপনগরের ২২ সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। ‘ধারণা করা হচ্ছে এসআই সাত্তার নিজের সরকারি অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন।’
দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
এদিকে ঢাকা মেমেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত রূপনগর থানার (এসআই) আল মামুন জানান, রাত সাড়ে আটার সময় তাদের ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তরত চিকিৎসক আটটা চল্লিশ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।