খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: পুলিশ পরিচয়ে ফেনসিডিল বহনের দায়ে সহযোগীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা হলেন মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও তার সহযোগী অটোরিকশা চালক জহুরুল ইসলাম। শনিবার পৌণে ৯টার দিকে রাজধানীর ক্যান্টমেন্টের ইসিবি চত্বর থেকে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় জানান, ট্রাফিক উত্তর বিভাগের ডিউটিরত সার্জেন্ট আব্দুল্লাহিল কবির ইসিবি চত্বরে একটি সিএনজিকে (নম্বর-গাজীপুর-থ-১১-৭৪০৫) থামার নির্দেশ দেন। সিএনজিতে থাকা যাত্রী সিরাজুল ইসলাম নিজেকে মিরপুর থানার পুলিশ সদস্য বলে পরিচয় দেন। এ সময় সার্জেন্টের সন্দেহ হলে তিনি তাকে পুলিশের আইডি কার্ড দেখাতে বলেন। কিন্তু সিরাজুল তা দেখাতে পারেননি। এতে সন্দেহ আরও ঘনিভূত হলে সার্জেন্ট আব্দুল্লাহিল ওই সিএনজিতে তল্লাশী চালিয়ে ৪ কেস আমের ঝুড়ির নীচ থেকে ৪৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
ডিসি জানান, এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা (নম্বর-২) হয়েছে।
এদিকে রাজধানীর মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকা থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল ওয়াদুদ সাধন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপির ডিবি (পূর্ব) বিভাগের একটি দল।
ডিএমপি মিডিয়া সেন্টার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে ডিবি পুলিশের পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি ও তার অন্যান্য সহযোগীরা মিলে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।