Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭:  91শুত্রু পক্ষের মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের আক্রমণ রুখতে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক ক্ষেপনাস্ত্র (থাড) পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে। ৪ জুলাই উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষায় থাড ক্ষেপণাস্ত্রের এটিই প্রথম পরীক্ষা।
কোথা থেকে থাড প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হবে রয়টার্সের এমন প্রশ্নের জিজ্ঞাসায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার (এমডিএ) মুখপাত্র ক্রিস জনসন বলেন, আলাস্কার কোদিয়াকের প্যাসিফিক স্পেসক্রাফট কমপ্লেক্স থেকে লক্ষবস্তু সনাক্ত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, ২০০৬ সাল থেকে থাড প্রতিরক্ষা ব্যবস্থার ১৩টি পরীক্ষার শতভাগ সফলতার রেকর্ড রয়েছে।
উল্লেখ্য, থাড হচ্ছে ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা। শক্র পক্ষের ছোড়া মধ্য ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সনাক্ত করে থাড পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শক্রপক্ষের ক্ষেপনাস্ত্র ভূপাতিত করবে। রয়টার্স