খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: জেলে যেতে হচ্ছে না মেসিকে। কারাভোগের বদলে জরিমানা দিতে হবে তাকে। গতকাল এমনটিই জানিয়েছেন স্পেনের একটি আদালত। কর ফাঁকির মামলায় লিওনেল মেসিকে ২১ মাস ও তার বাবা জর্জ মেসিকে ১৫ মাসের জেল দিয়েছিলেন আদালত।
তবে, কারাভোগের পরিবর্তে এখন জরিমানা হিসেবে মেসিকে ২ লক্ষ ৫২ হাজার ইউরো ও তার বাবাকে ১ লক্ষ ৮০ হাজার ইউরো দিতে হবে। প্রতিদিন ৪০০ ইউরো হিসেবে এই জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
আগামী ২০২১ সালের জুন পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। সম্প্রতি দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান তিনি। আর কয়েকদিন আগেই বান্ধবী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেসি। ইন্টারনেট