খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: ইরানে অটো খাতের ব্যাপক সম্প্রসারণ হওয়ায় খাতটি দেশটির জিডিপির ১ দশমিক ৮ ভাগ অবদান রাখছে।ইরানের শিল্প মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা ও কৌশল গ্রহণ করায় গত ৪ বছরে অটো খাত এধরনের উন্নয়ন হয়েছে। একই সঙ্গে গুণগত মান ও উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
গত অর্থবছরে ইরানে বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন হয়েছে ১৩ লাখ। এ বছর গাড়ি উৎপাদিত হচ্ছে ১৫ লাখ। ইরানের শিল্প উপমন্ত্রী মানসুর মোয়াজ্জেমি এ তথ্য জানান। গত বছর দশ লাখেরও বেশি গাড়ি উৎপাদন করে উৎপাদনের দিক থেকে ইরান বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মোটর ভেইকেল ম্যানুফাকচারার্স এ প্রতিবেদনে বলেছে।