খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: বগুড়ার ধুনটে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি খালের পানিতে ডুবে মোহাব্বত(৫) নামের এক শিশু মারা গেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার দহপাড়া গ্রামে।
নিহত শিশু দহপাড়া গ্রামের দুঃখু মিয়ার ছেলে এবং আনারপুর কচুঁগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শেণীর ছাত্র ।
জানা গেছে , শনিবার দুপুরে শিশু মোহাব্বত অপর এক শিশুর সাথে আনারপুর এলাকার দহপাড়া খালে মাছ ধরতে যায়। এর এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায় । তার বাড়ীর লোকজন খোজাখুজির এক পর্যায়ে বিকালে খালের পানিতে তার মরদেহ উদ্ধার করে ।