খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: নওগাঁর সাপাহার উপজেলার মুংরইল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বাইশ লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা মূল্যের দুই টুকরা কষ্টি পাথর উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সুত্রে জানা গেছে, খঞ্জনপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল এর নেতৃত্বে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুংরইল গ্রামের পল্লী চিকিৎসক শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালালে টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪৫.৬৯০ কেজি ওজনের কষ্টি পাথরের ২ টি টুকরা উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য বাইশ লক্ষ চুরাশি হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত কষ্টি পাথরের টুকরা ২ টি স্থানীয় পত্নীতলা শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।