Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭:  105আশুলিয়ায় পৃথক দুটি ঘটনায় বাসের হেলপার সহ দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় যাত্রীবাহি একটি বাসের চাঁপায় অপর এক যাত্রীবাহি বাসের হেলপারের মৃত্যু হয়েছে এবং আশুলিয়ার শিমুলতলা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রংপুরের কোতয়ালী থানাধীন পাগলপার গ্রামের আলতাফ হোসেন এর ছেলে লিটন হোসেন (২৫)। তিনি পলাশ পরিবহনে হেলপার পদে কর্মরত ছিল। অপর নিহত ব্যাক্তি বেলায়েত হোসেন। তার বিস্তারিত পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর ত্রিমোর এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এসময় সাতক্ষীড়া থেকে ছেড়ে আসা এ কে ট্রাভেলস এর অপর একটি যাত্রীবাহি বাস রাস্তায় দাড়িয়ে থাকা হেলপার লিটকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা বাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে, আশুলিয়ার শিমুলতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিল বেলায়েত হোসেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন বেলায়েত। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত.ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গেপ্রেরণ করেছেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল পৃথক ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।