খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: মসজিদের ছাদ ঢালাইয়ের কাজে এমপি শিমুলনাটোরে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করতে গিয়ে নিজেই শ্রমিক সাজলেন সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। তিনি নিজে অন্যান্য শ্রমিকের সঙ্গে ঢালাই সামগ্রী মাথায় নিয়ে ছাদে পৌঁছে দেন। শনিবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার বনবেলঘরিয়া-বাইপাস মোড় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আকরাম বলেন, ‘শনিবার দুপুরে বনবেলঘরিয়া-বাইপাস মোড় মসজিদের সম্প্রসারিত তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করতে উপস্থিত হন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। কাজের উদ্বোধন করে শ্রমিকদের উৎসাহিত করতে তিনি নিজেই শ্রমিকের মতো মাথায় ঢালাই সামগ্রী নিয়ে ছাদে ওঠা-নামা করতে থাকেন। এসময় কাজে নিযুক্ত শ্রমিকরা অত্যন্ত উৎসাহিত হয়ে তাদের কাজের গতি বাড়িয়ে দেন।’
তিনি আরও জানান, এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় এমপি শিমুল মসজিদটির নির্মাণে সহযোগিতা হিসেবে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আকরাম হোসেন আকু এবং যুব ও ক্রীড়া মাসুদুর রহমান মাসুদ।