Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭:  107গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাওলানা আবু সালেহ মো. আব্দুল কুদ্দুস (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি ইউনিয়নের বাগদা চারাবটতলা এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি।

নিহত আব্দুল কুদ্দুস গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্ম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের ভোলা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল কুদ্দুস নিজের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে বাগদা চারাবটতলা এলাকায় পৌঁছালে আব্দুল কুদ্দুস সামনে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাচ্ছিলেন।

এ সময় তার মোটরসাইকেলের সামনে গোবিন্দগঞ্জ থেকে আসা ঘোড়াঘাটমুখী একটি ট্রাক এসে পড়ে। এতে তিনি মোটরসাইকেলটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে ট্রাকটি ধাক্কা দেয়। এতে আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান আব্দুল কুদ্দুস।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাওলানা আব্দুল কুদ্দুসকে বগুড়া নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।