খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭: উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় একদিনের ব্যবধানে টাঙ্গাইলের নলীন পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে এ অংশের পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ভুঞাপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, উজান থেকে নেমে আসা ঢলে এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়। ফলে শুক্রবার থেকে জেলার ললিন পয়েন্টে পানি বাড়তে শুরু করে। এ অংশের পানি আরো বৃদ্ধি পেতে পারে-এমন আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা।
অন্যদিকে, বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের সংকট। এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জরুরি সাহায্য বা ত্রাণের কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।