খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭:মুসলিম বিশ্বের জোট ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে আইভোরিকোস্ট গেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, রাজনৈতিক বিষয়াদি বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্কট নিয়ে আইভোরিকস্টের আবিদজানে অনুষ্ঠেয় ওই বৈঠকে সোমবার ও মঙ্গলবার দু’দিনব্যাপী আলোচনা হবে।
আলোচনায় আরব বিশ্ব পরিস্থিতি এবং কাতারের ওপর সৌদি ও তার মিত্রদের অবরোধসহ অন্যান্য বিষয়গুলোও আসবে। উল্লিখিত বিষয়ে ঢাকার নিজস্ব অবস্থান রয়েছে। মন্ত্রী, সচিবসহ বাংলাদেশে প্রতিনিধি দলের সদস্যরা সেটিই তুলে ধরবেন। বৃহত্তর মুসলিম ভ্রাতৃত্বের স্বার্থে আরবের মুসলিম দেশগুলোর মধ্যে বৈরীতা দেখতে চায় না বাংলাদেশ। কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংহতি ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতিনিধিরা জোর দেবেন বলে কূটনৈতিক সূত্রের খবর।