Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭:  87অস্ত্র ও বিস্ফোরক মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন মৌলভীবাজারের একটি আদালত।

রোববার দুপুরে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম আসামি লুৎফুর রহমান হারুনের উপস্থিতিতে এ রায় দেন। হারুন এর আগে নাশকতার একটি মামলায় ভারতেও সাজা ভোগ করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম আজাদুর রহমান আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় একটি দেশে তৈরি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

লুৎফুর রহমান হারুন ২০০৫ সালে ভারতের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন বলে মামলার বরাত দিয়ে জানিয়েছেন আদালতের পরিদর্শক আবদুল হাই চৌধুরী। তিনি আরো বলেন, ‘তবে তিনি বাংলাদেশি হিসেবে নন, ভারতের নাগরিক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে সেখানে ভর্তি হন।’

আদালত পরিদর্শক আরো বলেন, ‘২০০৬ সালের জানুয়ারিতে একটি নাশকতার মামলায় হারুনকে দিল্লি রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। পরে তাঁর যাবজ্জীবন সাজা হয়। ভারতের তিহার জেলে তিনি বন্দি ছিলেন। সেখান থেকে ২০১৫ সালের ডিসেম্বরের শুরুর দিকে জামিন পান।’

হারুনের জামিনের জন্য ভারতের স্বেচ্ছাসেবী আইন সহয়তাকারী প্রতিষ্ঠান সাহায্য করে বলে জানান আবদুল হাই চৌধুরী। তিনি আরো জানান, পরে তাঁকে ভারত থেকে পুশব্যাক করা হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার কিছু পরই ২০১৬ সালের জুনে তিনি গ্রেপ্তার হন।

লুৎফুর রহমান হারুন ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশার শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ও ২০১৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মামলাসহ আরো কয়েকটি মামলার আসামি। এসব মামলা বিচারাধীন রয়েছে।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আজিজুর রব চৌধুরী।