
রমজান আলী ও তার ভাই বরকতকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মাথায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার রমজানের অবস্থায় অবনতি দেখে বরিশাল মেডিকেল থেকে শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দাবিকৃত চাঁদার ৫ লাখ না দেওয়ায় উত্তমপুর বাজার থেকে রমজানের বাড়িতে যাওয়ার পথিমধ্যে উত্তমপুর বাজার সংলগ্ন উত্তর দিকের এলাকায় বুধবার ইউপি মেম্বর মো. মনিরুজ্জামান মনির দলবল নিয়ে এ হামলা চালায়।
এদিকে রমজান, তার ভাই বরকতের ওপর হামলা চালিয়ে উল্টো নিজেরা বাঁচতে তাদের ওপর হামলা হয়েছে সাজিয়ে রাজাপুর থানায় রমজানসহ ৮ জনকে আসামি করে বুধবার সন্ধ্যায় মামলা করেছে প্রতিপক্ষরা অভিযোগ রমজানের পরিবারের।
এদিকে রমজান, তার ভাই বরকতের ওপর হামলা চালিয়ে উল্টো নিজেরা বাঁচতে তাদের ওপর হামলা হয়েছে সাজিয়ে রাজাপুর থানায় রমজানসহ ৮ জনকে আসামি করে বুধবার সন্ধ্যায় মামলা করেছে প্রতিপক্ষরা অভিযোগ রমজানের পরিবারের।
