খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭: নির্বাচন এবং রাজনীতি নিয়ে আপাদত বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের সাথেই হাঁটতে চায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবি। ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির পক্ষে রয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
২০০৬ সালে ক্ষমতাসীন বিএনপি থেকে বেড়িয়ে কর্নেল অলি আহমদের নেতৃত্বে ২৪ জন মন্ত্রী এমপি নিয়ে গঠন করে এলডিপি। শুরুতে এলডিপি যতোটা গর্জেছে পরে ততটা বর্ষেনি। একসময় বিকল্পধারার সাথে মিলে এলডিপি গঠিত হলেও তাও ভেঙে যায়। তাই মতবিরোধ ভুলে আবারও বিএনপির নেতৃত্বাধীন জোটের ছাতার নিচে আশ্রয় নিয়েছেন দলটি।
এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বলেন, বিএনপির সাথে অনেকগুলো বিষয়ে মতপার্থক্য ছিল। সে কারণে আমি দল ত্যাগ করি। এখন আমরা ২০ দলের সাথে আছি।
তিনি আরো বলেন, সরকার দলে যোগ দেয়ার জন্যে আমাকে অনেকবার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন অফার ছিল। সেটা আমি গ্রহণ করিনি।
নীতি সমিকরণসহ যাই হোক বিএনপির সহায়ক সরকারের দাবির সাথে একমত এলডিপি।
কর্নেল অলি বলেন, আমরা একটা সহায়ক সরকারের কথা বলছি, সহায়ক সরকার তো আর তত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছেনা। এটা সবার ভালো হবে। এখানে আ’লীগের অসুবিধা কোথায়?
তবে নির্বাচন ঘনিয়ে আসলে সমিকরণ পাল্টাবে কি না তা এখনি বলতে রাজি না এলডিপি প্রধান।
সূত্র : যমুনা টিভি