Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭:  73মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের গোপন তথ্য নিতে রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ারের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডেনাল্ড ট্রাম্প জুনিয়র।

শনিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৯ জুন ট্রাম্প টাওয়ারে আয়োজিত এই গোপন বৈঠকের কথা স্বীকার করেছেন ট্রাম্প জুনিয়র ও ভেসেলতিনস্কায়া। তবে তারা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয় নি। এই বৈঠকে ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান পল যে মানাফোর্ট উপস্থিত ছিলেন।

এরপর রোববার নিউ ইয়র্ক টাইমসে পরবর্তী প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জুনিয়র ওই বৈঠকের বিষয়ে জানিয়েছেন যে, এই আলোচনার বিষয়বস্তু ছিল এমন কিছু যা হিলারি ক্লিনটনের নির্বাচনি প্রচারণায় ক্ষতিসাধন করবে।

সংবাদটি প্রকাশের পর রোববার ট্রাম্প জুনিয়র এক বিবৃতিতে জানান, আমার পরিচিত একজন নির্বাচনি প্রচারণায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পারবেন এমন একজন ব্যক্তির কথা আমাকে জানান। কিন্তু দেখা করার আগে আমি তার নাম-পরিচয় জানতাম না। তাই আমি ওই ব্যক্তির সঙ্গে বৈঠকে যোগ দিতে জ্যারেড কুশনার ও পল ম্যানাফোর্টকে অনুরোধ করি।

বৈঠকে ওই নারী আমাদেরকে বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু ব্যক্তি হিলারি ক্লিনটনকে সমর্থন দিচ্ছে। তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকেও অর্থায়ন করছে। কিন্তু তার কথাবার্তা ছিল অস্পষ্ট ও সংশয়পূর্ণ। কিছুক্ষণ পর আমরা বুঝে যাই তার কাছে কোন বিশেষ তথ্য নেই। পরে নাতালিয়া আলোচনার মোড় ঘুরিয়ে দেন। তিনি এরপর মার্কিন পরিবারে রুশ শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পারি যে, গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলে এ সাক্ষাতের ব্যবস্থা করা হলেও তার মূল উদ্দেশ্য এটিই।’

উল্লেখ্য, রাশিয়ার সাথে সংযোগের দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করেন এফবি আই প্রধান জেমস কোমি ও নতুন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলছে। তদন্ত চলাকালে মার্চে এই ট্রাম্প জুনিয়র রাশিয়ার কোন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা অস্বীকার করেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর মনে করা হচ্ছে, ট্রাম্পের একেবারে কাছের লোকদের কারও সঙ্গে একজন রুশ ব্যক্তির এটাই প্রথম নিশ্চিত গোপন বৈঠক।

সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, সিএনএন।