খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭: সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দু’টি মামলা শুনানী শেষে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল হামিদ এসটিসি ২০৭ নং মামলায় অস্ত্র আইনের ১৯ এ ও এসটিসি ২০৮ নং মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ গঠন করে আগামি ২০ জুলাই সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন।
এদিকে জামিনের শর্ত ভঙ্গ করায় যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, মাহাফুজুর রহমান সাবু ও রিঙ্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র অনুযায়ী ঘটনার সময় আসামী বিএনপি নেতা রাকিব হোসেন মোল্লার বয়স ১০ বছর ১০ মাস ১৯ দিন হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার বিররণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর জেলা বিএনপি’র সভাপতি ও তৎকালিন সাংসদ হাবিবুল ইসলামের হাবিব ও বিএনপি নেতা রঞ্জুর নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস সাতক্ষীরা রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ কমপক্ষে এক ডজন দলীয় নেতা কর্মী আহত হয়।