খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭: নওগাঁর রাণীনগরে গলায় ফাঁস দিয়ে নিখিল সাহা (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কাশিমপুরে নওগাঁ ছোট যমুনা নদীর মধ্যে মাছ ধরা বাঁশের আড়ার সাথে গলায় গামছা দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিখিল সাহা উপজেলার মিরাট ইউপির কনৌজ গ্রামের মৃত জিতেন সাহা’র ছেলে।
জানা গেছে, রোববার রাতে নিলিখ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ওই রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। সোমবার সকালে নওগাঁর ছোট যমুনা নদীতে মাছ ধরা বাঁশের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
নিখিলের বড় ভাই জীবন সাহা জানান, নিখিল দীর্ঘ দিন ধরে হারনিয়া রোগে ভোগছিলেন। প্রচ- ব্যাথায় মাঝে মধ্যে সে মানসিক ভারসম্য হারিয়ে ফেলতো। এর আগেও একবার সেই গলায় দড়ি দেয়ার চেষ্টা করেছিল।
রাণীনগর থানার তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।