খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: চট্টগ্রামের সাতকানিয়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাহাড়বেষ্টিত লোহাগড়া সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস সূত্র খবরটি নিশ্চিত করেছেন। তবে এতে হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।
সাতকানিয়া থানা পুলিশের এস আই সিরাজ মোবাইল ফোনে জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন।