Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে কেসি-১৩০ মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মেরিন কর্পসের ১৬ সদস্য নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার মিসিসিপির লেফলোর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।ফ্রেড র‍্যানডেল নামে স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা সিএনএনকে বিষয়টি জানিয়েছেন।

র‍্যানডেল বলেন, নিহতরা ওই বিমানের যাত্রী ছিলেন। তাঁদের কেউই বেঁচে নেই।

বিমান বিধ্বস্তের বিষয়টি যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

কেসি-১৩০ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বহুল ব্যবহৃত একটি সামরিক বিমান। পণ্য পরিবহন, অস্ত্র চালান ও আকাশে অন্য বিমানে জ্বালানি ভরার জন্য বিমানটি ব্যবহার করা হয়।