খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: স্ত্রীকে হাতুড়ির বাড়ি দিয়ে মেরে ফেললেন গালফ নিউজের বিখ্যাত ব্রিটিশ সম্পাদক ফ্রান্সিস ম্যাথু। তার স্ত্রী জেন ম্যাথুর বয়স ছিল ৬২।
ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। ঘটনার এক সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হয়। হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তিনি নিজেই পুলিশকে ফোন করে খবর দেন। প্রথমে পুলিশকে জানান, তার ঘরের দরজা ভেঙ্গে চোর ঢুকেছে এবং তার স্ত্রীকে আহত করেছে।
পুলিশ এসে জেনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত ঘোষণা করে। পরে ম্যাথু জানান, তিনিই নিজেই স্ত্রীকে আঘাত করেছিলেন। তাকে হত্যা করার উদ্দেশ্য তার মোটেই ছিল না। কথা কাটাকাটির এক পর্যায়ে ভারি হাতুড়ি দিয়ে তিনি স্ত্রীর মাথার পেছনে আঘাত করেন।
ফ্রান্সিস ম্যাথু ব্রিটিশ সংবাদ মাধ্যমের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মধ্যপ্রাচ্যের সংবাদ বিশ্লেষক হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বিশ্বজোড়া ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। স্কাই নিউজ, সম্পাদনা: রবিউল