Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭:  58চুল রূপচর্চার প্রথম একটি অনুষঙ্গ। মাথায় চুলবিহীন ব্যক্তিরও না থাকার বেদনা রয়েছে। যদিও যারা চুলের অধিকারী তারা সে ব্যাথা অনুধাবন করতে পারেন না।

তবে স্বাস্থ্য গবেষকরা তবে প্রতিনিয়ই আমাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে তাদের কার্যক্রম চালিয়েই যাচ্ছেন।

এবার টেকো মাথার লোকজনও স্বাস্থ্য গবেষকদের অভাবনীয় প্রচেষ্টায় সে বেদনা থেকে নিষ্কৃতি পেতে চলেছেন। নারী ও পুরুষদের টেকো মাথার বেদনা থেকে মুক্তি দিতেই এরই মধ্যে ভারতীয় দুই রূপচর্চাবিদ (কসমোলজিস্ট) চুল গজানোর চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন।

যুক্তরাষ্ট্রে এ চিকিৎসা সেবায় কেমোথেরাপি প্রয়োগ করা হয়। কেমোথেরেপি নেয়ার মাধ্যমে ১০০ রোগী ভালো ফল পেয়েছেন। চুলবিহীন ১০ হাজার রোগীর মধ্যে এ থেরাপি চিকিৎসা প্রয়োগ করা হয়। এ পদ্ধতিতে কিউআর ৬৭৮ নামের এক প্রকার অণু মাথার ত্বকের যে অংশগুলোতে চুল নাই সেসব অংশে চুল গজাতে সাহায্য করে।

প্লাস্টিক সার্জন ড. দেবরাজ সোম ও ত্বক বিশেষজ্ঞ রিংকি কাপুর চুল গজানোর এ থেরাপি চিকিৎসা পদ্ধতির অনুমোদন দেন। ডেকান ক্রনিকল, সম্পাদনা: রবিউল