খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: ২০১৫ সালের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রায় দশ বছর ধরে বেসরকারি বিনিয়োগ নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে আছে। গত পাঁচ বছরে সরকারের বিনিয়োগ বাড়ানোর পরেও ব্যাক্তিখাতের বিনিয়োগ মোট দেশজ উৎপাদন জিডিপির প্রায় ২২ শতাংশের ঘরেই আটকে আছে। বিদেশী বিনিয়োগ’ও বাড়ছেনা বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন সরকারের শীর্ষ মহল থেকে ইতিবাচক উদ্যোগ নেয়া হলেও আমলাতান্ত্রীক জটিলতায় বেসরকারি বিনিয়োগ বাড়ছেনা।
পলিসি রিচার্জ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মাহমুদ বলেন, বাংলাদেশের বেসরকারি বিনিয়োগে জিডিপি ২১-২২ শতাংশের মতো রয়েছে। প্রায় আট-দশ বছর ধরে আমরা এখানেই অবস্থান করছি।
চলতি অর্থবছরের বাজেট পরোক্ষভাবে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ড. মাহমুদ আরও বলেন, এতে কতগুলো দিক আছে যেগুলো পরোক্ষভাবে বিনিয়োগকে উৎসাহিত করবে। যেমন এডিপির আগের থেকে আকার বড় হয়েছে। এর একটা বড় অংশ প্রকল্পগুলাতে যাচ্ছে। বিশেষ করে পাওয়ার সেক্টরে সবচেয়ে বেশি যাচ্ছে, পাশাপশি সরক উন্নয়নেও যাচ্ছে। যেগুলো বিনিয়োগের সাথে সম্পৃক্ত।
বিনিয়োগের ক্ষেত্রে অনেক সমস্যা সমাধান করতে বাংলাদেশ সক্ষম হয়েছে তবে অপর্যাপ্ত অবকাঠামো আর্থিক সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি সহ বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : নিউজ টোয়েন্টিফোর