খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তদন্ত কর্মকর্তার ডাকে চট্টগ্রামে পৌঁছেছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার।
মঙ্গলবার বেলা তিনটা চল্লিশ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের কার্যালয়ে ঢোকেন বাবুল আক্তার। এ সময় তিনি সাংবাদিকদের সাথে হাত মেলালেও কোনো কথা বলেননি।
মামলার তদন্তকারী এই কর্মকর্তা এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্তের প্রয়োজনেই বাবুল আক্তার চট্টগ্রামে ডাকা হয়েছে।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। এ ঘটনায় বাবুল অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। এরপর কয়েক দফা বাবুল আক্তার ও মিতুর পরিবার এবং আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী কর্মকর্তা।