খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: বোয়ালখালী উপজেলা মৎস্য অফিস কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ করে ধ্বংস করেছে।
মঙ্গলবার (১১ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
মৎস্য কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারের নির্দেশক্রমে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় প্রায় সাড়ে চারহাজার মিটারের চারটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যায়ক্রমে নদী, খালে বসানো অবৈধজাল জব্দ ও এর ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।