Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭:  65জেলার মানিকছড়ির আমতলীতে মঙ্গলবার ভোরে মিনিবাসের ধাক্কায় ২ মটর সাইকেল আরোহী নিহত ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। একই উপজেলার অপর এক ঘটনায় গাড়িটানা এলাকায় বাসের ধাক্কায় আরো একজন আহত হন। মিনিবাসটি সন্দেহভাজন ছিল বলে প্রত্যক্ষদর্শীদের ধারনা। অথচ দুই জেলার চারটি থানা অতিক্রম করলেও রহস্যজনক মিনিবাসটি ধরতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে রামগড় থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি মিনিবাস ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান গুইমারা উপজেলার জালিয়াপাড়ার বাসিন্দা মহিদুল ইসলাম (৩৩) ও মোঃ আরিফ হোসেন (২৫) নামে দুইজন। এসময় গুরুতর আহত হন জামাল উদ্দিন (২৬) নামে আরো একজন। তাকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জামাল উদ্দিন মটরসাইকেল চালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক মিনিবাসটিকে আটকাতে তিন মটরসাইকেল আরোহী খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জালিয়াপাড়া থেকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা মানিকছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় গেইটের সামনে (আমতলা) অবস্থান নিয়ে মোটরসাইকেলসহ ব্যারিকেট দেয়। কিন্তু সন্দেহজনক ঘাতক মিনিবাস ব্যারিকেড ভেঙ্গে তিনজনকে টেনে হেচড়ে অন্তত ৫০ গজ দূরে নিয়ে যায়। এই ঘটনার পর দ্রুতগতির মিনিবাসটি উপজেলার গাড়িটানায় টোল কেন্দ্রের বাঁশ ভেঙ্গে চলে যাওয়ার সময় আরো একজন আহত হয়। তার নাম মিল্টন খান।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান জানান, মিনিবাসটিকে আটকানোর জন্যে মটরসাইকেল চালক ও আরোহীরা ব্যারিকেড দিয়েছিলেন। কিন্তু বেপরোয়া বাসটি সব কিছু দুমড়ে মুচড়ে চলে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহত দু‘জনের লাশ ময়না তদন্তের জন্যে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়। মামলার প্রস্তুতি চলছে।