Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১২ জুলাই, ২০১৭:  25পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্ত্রী ও চার মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যা করেছেন পেটান শীল (৬৫) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার রাতে লোহাগাড়ার পুঁটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়ার পাশে হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই ঘাতক পেটান শীলকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

নিহতরা হলেন, পেটানের স্ত্রী পুষ্প বালা শীল (৫৫) ও তার চার মাস বয়সী নাতনি সঙ্গীতা শীল।
ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘পারিবারিক কলহের কারণে পেটান শীল দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করেন। এসময় ছেলের বৌ মলি বালা শাশুড়িকে বাঁচাতে গেলে দায়ের কোপে তার কোলে থাকা তার ৪ মাস বয়সী মেয়ে সঙ্গীতা শীল মারা যায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেটান শীলকে আটক করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।