খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭: বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সে, অনিয়মই এখন নিয়ম। তোয়াক্কা করা করা হয় না, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিও। সম্প্রতি প্রতিষ্ঠানটি হিসাব ভোজবাজির মাধ্যমে, প্রায় ৫ কোটি টাকার মুনাফা দেখিয়ে, ঘোষণা করে লভ্যাংশ। এক্ষেত্রে মানা হয়নি কোনো নীতিমালা। যাকে গুরুতর অপরাধ হিসেবে দেখছে, বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যবস্থাপনা পরিচালকসহ তিন কর্মকর্তাকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়ে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। অবশ্য সব দায় অস্বীকার করেছেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
একের পর এক অনিয়মের নজির স্থাপন করে চলছে, আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স। এরআগে পরিচালকদের ব্যাপক অনিয়মের কারণে পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তারপরও থেমে নেই, অনিয়ম। বেশি মুনাফা দেখাতে ৫৫৩ কোটি টাকা আমানতের সুদের ২৪ কোটি টাকা সংরক্ষণ না করেই, মুনাফা দেখিয়েছে প্রায় ৫ কোটি টাকা। বলা আছে, ১০ শতাংশ খেলাপি ঋণ থাকলেই যেখানে লভ্যাংশ ঘোষণার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি দরকার। অথচ খেলাপি ঋণ ৩৩ শতাংশ ছাড়ালেও অনুমতি না নিয়েই লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, নিয়ম মাফিক সব করা হয়েছে।
এসব ঘটনা অনৈতিক ও করপোরেট সুসাশনের জন্য অন্তরায় হিসেবে দেখছে বাংলাদেশে ব্যাংক। এজন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দুজন কর্মকর্তাকে কেন অর্থদ- দেয়া হবে না, তা জানতে চেয়ে দেয়া হয়েছে চিঠি।
বিশ্লেষকরা বলছেন, ভুয়া মুনাফা দেখানোর ঘটনা, বিশৃঙ্খলার জন্ম দিতে পারে গোটা আর্থিকখাতেই। তাই এমন অপরাধের শাস্তি হওয়া উচিত।তাদের মতে কোন আর্থিক প্রতিষ্ঠানেই এমন অনিয়ম কাম্য নয়।
সূত্র : নিউজ ২৪ টিভি