Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭:  6ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ পর্ব শেষ হলেও উত্তাপ কমছে না, বরং বাড়ছেই। প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রী নিয়োগ পেলেও তার সহকারীদের নিয়োগ নিয়ে জল ক্রমশ ঘোলা হচ্ছে। শাস্ত্রীও দাপট দেখাতে শুরু করেছেন। বিষয়টি নিয়ে শচীন-গাঙ্গুলি-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি যথাস্থানে নালিশও জানিয়ে বসেছে।

হেড কোচ নিয়োগ করা হলে তিনিই সহকারীদের বেছে নেন। ভারতীয় ক্রিকেটে বরাবরই সেটাই হয়েছে। কিন্তু এবার বিস্ময়করভাবে কোচ নির্বাচন কমিটি সহকারীও বেছে দেয়। তাই নিয়ে চলছে চরম উত্তেজনা।

যতই সবাইকে নিয়ে চলার বার্তা দিন না কেন রবি শাস্ত্রীর মনোভাবে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, নিজের মতো করেই সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চান তিনি। বোলিং কোচ হিসেবে জহির খানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের সঙ্গে দেখা করবেন শাস্ত্রী।

একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সোমবার শাস্ত্রী দেখা করতে পারেন। আগেরবার টিম ডিরেক্টর থাকার সময় তার সঙ্গে বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন ভরত অরুণ। এবারও তিনি অরুণকেই চাইছেন।

শাস্ত্রী পরিষ্কার জানিয়েছেন, হেড কোচ হওয়ার সুবাদে তিনি সাপোর্ট স্টাফ নিয়োগের অধিকারী।

শাস্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওই পত্রিকা আরও জানায়, জহিরকে নিয়োগের তিনি বিরোধী নন। তবে কোনও সমস্যার সমাধানে অরুণের হাতেকলমে অভিজ্ঞতা থাকায় তিনি অনেক বেশি কার্যকর হবেন। এই নিয়ে তিনি নাকি অনিল কুম্বলের প্রসঙ্গ তুলেছেন।

এতেই চটেছেন পরামর্শদাতা কমিটির তিন সদস্য শচীন, সৌরভ, লক্ষ্মণ। তারা সরাসরি কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স প্রধান বিনোদ রাইকে মেইল করে পুরো বিষয়টা জানিয়েছেন।

যদিও শাস্ত্রী জহিরের থাকা নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি। কিন্তু বুঝিয়ে দিয়েছেন জাহিরের থেকে অরুণ অভিজ্ঞতার দিক থেকে অন‌েকটাই এগিয়ে। জহিরকে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করে ভরত অরুণকে বোলিং কোচ করার পক্ষেই নাকি তিনি দাবি তুলবেন। আর সেক্ষেত্রে জহিরের কোচিং অভিজ্ঞতা না থাকাকেই সামনে তুলে আনতে চলেছেন নবনিযুক্ত এই কোচ।

বৃহস্পতিবার পর্যন্ত কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত করেনি বিসিসিআই। তবে জহিরের সঙ্গে গত বছর থেকেই চুক্তি করতে চাইছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। সর্বক্ষণের জন্য বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত থাকতে চাননি ভারতের এই সাবেক পেস ব্যাটারি। তাছাড়া দিল্লির আইপিএল ছাড়ার ক্ষতি পুষিয়ে দিতে ৪ কোটি টাকা চেয়েছিলেন। যা দিতে রাজি হয়নি বিসিসিআই।

সূত্র : চ্যানেলআই