Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭:89দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় ত্রাণতৎপরতা অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।’

শুক্রবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন বলেন, ‘দেশের একটি মানুষও না খেয়ে ও গৃহহীন থাকবে না।’ তিনি আরো বলেন, ‘ত্রাণসামগ্রী নিয়ে কেউ টালবাহানা বা দুর্নীতির আশ্রয় নিলে তাকে ক্ষমা করা হবে না।’

ত্রাণমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
এ সময় ত্রাণমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

পরে ত্রাণমন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতলী বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।