খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন হাশিম আমলা। টেস্ট ক্রিকেটে আট হাজারি ক্লাবের সদস্য বনে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যান।দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে আট হাজারি ক্লাবে নাম লেখাতে আজ তার দরকার ছিল ৮ রান। ইংলিশ বোলার মার্ক উডের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্টে ৮ হাজার রান পূরণ করেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আমলা অপরাজিত আছেন ৫৭ রানে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৪২ রান। ক্রিকইনফো