খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭: মিল ও পাইকারি পর্যায়ে সব ধরনের চালে কেজিতে তিন থেকে চার টাকা পর্যন্ত কমলেও খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। উল্টো অজুহাত বেড়েছে চাল বিক্রেতাদের। তাদের দাবি, আগের মূল্যে কিনে রাখা চাল এখনো শেষ হয়নি, তাই খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না। নতুন চাল আনলে দাম কমে যাবে।
গতকাল রাজধানীর কারওয়ানবাজার, পলাশীসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম এক থেকে দুই টাকা পর্যন্ত কমেছে। যদিও খুচরা পর্যায়ে ৪৪ টাকার নিচে কোনো চাল নেই। মাত্র দুই টাকা কমে প্রতিকেজি মোটা স্বর্ণা চাল ৪৬ ও পারিজা ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভালো মানের মিনিকেট দুই টাকা কমে ৫৬ থেকে ৫৮, সাধারণ মিনিকেট ৫৪ থেকে ৫৬, বিআর আটাশ ৫০, সাধারণ মানের নাজিরশাইল ৫২, উন্নতমানের নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫৪ টাকা দরে। যদিও গত সপ্তাহে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে চালের দাম এক থেকে দুই টাকা কমলেও খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েনি।
এদিকে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। আর সরকারি পর্যায়ে ভিয়েতনাম থেকে আমদানি করা চাল খালাস করা হবে রবিবার থেকে। এ ছাড়া ১৮ ও ২২ জুলাই দুই দফা আরও চাল আসবে। সব মিলিয়ে সেপ্টেম্বরের মধ্যে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তখন দামটা আরও কমে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
চালের দাম নিয়ে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সবেমাত্র দাম কমানো হয়েছে, আমরাও কমিয়েছি। ইতোমধ্যে সব ধরনের চালে দুই টাকা পর্যন্ত কমেছে। তা ছাড়া আগেরগুলো বিক্রির পর নতুন চাল আনলে খুচরা বাজারে দাম আরও কমবে।
হাতিরপুল বাজারের চাল ব্যবসায়ী আরিফুর রহমান হৃদয় আমাদের সময়কে বলেন, পাইকারি বাজারের সঙ্গে মিল রেখে সব ধরনের চালেই দুই টাকা পর্যন্ত দাম কমেছে। ভারতীয় ও ভিয়েতনামের চাল এখনো আমরা আনিনি। তবে দু-এক দিনের মধ্যে চালের দাম আরও কমে আসবে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় কাঁচাপণ্যের বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই বাড়তি দামে প্রতিকেজি বেগুন ৬০ থেকে ৮০, শসা ও চালকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি ও ভারতীয় পেঁয়াজ ২৮, দেশি রসুন ১০০ ও আমদানি করা রসুন ১১০ টাকা কেজি করে বিক্রি হয়। দাম বেড়েছে টমেটো ও আলুর দাম। গেল সপ্তাহে হাইব্রিড টমেটো ৮০ টাকা কেজি বিক্রি হলেও এখন সেটির দাম ১০০ টাকা। আর ৬০ টাকার দেশি টমেটো ৮০ টাকা। এ ছাড়া ২০ টাকা কেজির আলু ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও কাঁচামরিচের দাম একটু কমেছে। গত সপ্তাহে ১২০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৮০ টাকা কেজি।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ১৫০ টাকা। এ ছাড়া গরুর মাংস ৫০০ এবং খাসির মাংস ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমাদেরসময়