খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭: আইএস নেতা আবু বকর আল বাগদাদি মৃত কিনা তা নিয়ে কোন প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। স্থানীয় সময় শুক্রবার এ বিষয়ে বিবৃতি প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।
সপ্তাহের শুরুতে সিরিয়ার একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা থেকে বাগদাদির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছিল। তবে পশ্চিমা এবং ইরাকি কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত নয় এখনো।
বাগদাদির মৃত্যুর বিষয়ে ম্যাটিস বলেন, ‘আমরা যদি জানতাম তবে এখনি বলতে পারতাম। তবে আমি নিশ্চিত বা অস্বীকার কোনটাই করতে পারবো না।
যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তাকে জীবিত বলে ধরা হবে এবং এখনি আমি তার মৃত্যু নিশ্চিত করতে পারছি না।’ জেরুজালেম পোস্ট