খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭: ব্যর্থ সামরিক অভ্যুথানের পর এরদোগানের হাত আরোও বলিষ্ঠ হচ্ছে। জনপ্রিয়তা আরো তুঙ্গে উঠেছে। ব্যর্থ অভ্যুথানের পর দেশে-বিদেশে এরদোগানের সমর্থন বেড়েছে। এই পরিস্থিতিতে তুরস্কের প্রধান বিরোধী দলের সভাপতি কলিদার উগলু ঘোষণা দিয়েছেন, আগামী ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দিতা করবেন না।
জার্মানের একটি পত্রিকার সাথে সাক্ষাতকালে তিনি বলেন, রাজনৈতিক দলের বাইরে অন্য কেউ মনোয়ন পাওয়ার আশা করছি।
গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া ব্যর্থ সামরিক অভ্যুথান নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোন সন্দেহ নেই এই ব্যর্থ অভ্যুথানে ফতেহুল্লাহ গুলানই দায়ী।
কয়েক বছর যাবৎ তার সংগঠন রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করে রেখেছে। পুলিশ,বিচার, এবং সেনাবাহিনীতে তার সংগঠনের অংশগ্রহণ সবচেয়ে বেশী।
ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের সংযুক্তির বিষয়ে তিনি বলেন, খুব দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সাথে পারষ্পরিক আলাপ-আলোচনা করা জরুরী। তিনি আশা প্রকাশ করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন তুরস্কেও গণতন্ত্রকামী জনগণের পাশে থাকবে। সূত্র : আনাদোলু এজেন্সি