Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭:  92উত্তর কোরিয়ার কাছে ধারণার চেয়েও বেশি পারমাণবিক বোমা থাকতে পারে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের থিং ট্যাংক জানিয়েছে, থার্মাল ইমেজ (স্যাটেলাইট থেকে তোলা প্রচ্ছন্ন ছবি)-এর মাধ্যমে পাওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে পিয়ংইযং প্রচুর পরিমাণ প্লাটোনিয়াম ও ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ওয়াশিংটন নির্ভর উত্তর কোরিয়া পর্যবেক্ষক প্রকল্প দলের ৩৮ উত্তর জানিয়েছে, স্যাটেলাইট ছবির মাধ্যমে জানা যাচ্ছে যে, গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর জুন পর্যন্ত পিয়ংইয়ং নিউক্লিয়ার প্ল্যান্টে প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে কয়েক দফা বø্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে উত্তর কোরিয়া। সেগুলো পরমাণু সমৃদ্ধ বলেও ঘোষণা দিয়েছে তারা। এমন কি তারা এও জানিয়েছে সেই ক্ষেপণাস্ত্রগুলো খুবই দূরপাল্লার। উত্তর কোরিয়া থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে হামলার চালানোর মতো ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রও তাদের হাতে আছে। পরীক্ষা চালানো কিছু ক্ষেপণাস্ত্র জাপান সাগারের কাছেও এসে পড়েছে। তাতে প্রচÐ উদ্বিগ্নতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। উত্তর কোরিয়ার বাণিজ্যমিত্র চীনকে বারবার বলা হয়েছে উত্তর কোরিয়াকে সাবধান করে দেয়ার জন্য। উত্তর কোরিয়ার বাড়াবাড়ি নিয়ে এখন চীনও উদ্বিগ্নতা প্রকাশ করছে। কারণ এ অঞ্চলে ভয়াবহ এক যুদ্ধ বেধে গেলে চীনও তার দায় এড়াতে পারবে না। উত্তর কোরিয়ার সঙ্গে সমস্ত আলোচনার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে বলেও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সেই মুহূর্তে যখন যুক্তরাষ্ট্রের থিং ট্যাংক এমন সন্দেহ প্রকাশ করলো যে উত্তর কোরিয়ার কাছে ধারণার চেয়ে বেশি পারমাণবিক বোমা থাকতে পারে তাহলে বিষয়টা সত্যিই খুব আতঙ্কের। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার কাছে এই মুহূর্তে ২০টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক বোমা আছে এবং প্রতিমাসেই তারা একটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। রয়টার্স