Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭:  95বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার যৌথ সভায় নেতৃবৃন্দ আওয়ামী লীগ ও বিএনপি জোটের বিপরীতে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে সকলকে আগামী ২৭ জুলাই ঢাকায় সমাবেশে শামিল হওয়ার আহ্বান জানান।

শনিবার বেলা আড়াইটায় রাজধানীর পল্টন মণি সিংহ সড়কের মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন- দেশের বিদ্যমান পরিস্থিতিতে দুর্যোগ, সংকট অবক্ষয় থেকে দেশকে মুক্ত করা জরুরি কর্তব্য হিসেবে বিবেচনা করে, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে সকলকে সোচ্চার হতে হবে। সভায় ঐক্যবদ্ধ দাবিনামা ও কর্মসূচি চূড়ান্ত করতে খসড়া কর্মসূচি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সরকারের অগণতান্ত্রিক-ফ্যাসিস্ট কর্মকা-, জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ জনজীবনের সংকট দূর করার দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় ঐক্যবদ্ধ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।