Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭:  98বিশ্ববিদ্যালয় এলাকার ছোট ব্রীজের ঢালে মোটরসাইকেল চাঁপায় তামিম (১২) নামে ষষ্ট শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ছয়টায় এই দুর্ঘটনার পর আহত তামিমকে শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। নিহত তামিম বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত এএসআই বাবুল হোসেনের পুত্র ও বরিশাল মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দাস রনবীর স্বজনদের বরাত দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিকটে এএসআই বাবুল হোসেন জমি ক্রয় করেছেন। ওই জমি দেখতে তামিম তার স্বজনদের সাথে ওই এলাকায় গিয়েছিলো। এসময় পাশের দোকান থেকে কিছু ক্রয়ের জন্য রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল তাকে চাঁপা দেয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, মোটরসাইকেল চালক নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা মোঃ হাসানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।